Notre Dame International Peace and Harmony Club
Md. Azizur Rahman

সৃষ্টির আদি লগ্ন হতে মানুষ তার অস্তিত্বের জন্য পরিবেশ, পরিস্থিতি, প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আজকের সভ্যতার ভিত প্রতিষ্ঠা করেছে। মানবসভ্যতার সার্বিক অগ্রযাত্রা কখনো একক প্রচেষ্টায় নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যের ভিত্তিতেই গড়ে উঠেছে। পারস্পরিক সহযোগিতার সংস্পর্শে অস্তিত্বের লড়াই অনেকাংশে লোপ পেলেও ব্যস্তানুপাতিক হারে এ লড়াই হিংসা- বিদ্বেষ- ক্ষমতার অপপ্রয়োগের যুদ্ধে রূপ নিচ্ছে। তরুণ প্রজন্মের মাঝে এই মানবিক চেতনা জাগ্রত করার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল নটর ডেম ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেশন ক্লাব। যা বর্তমানে নটর ডেম ইন্টারন্যাশনাল পিস এ্যান্ড হারমনি ক্লাব। দেশ ও বিশ্বের কল্যাণে এই মহাবীরদের বলিষ্ঠ ব্যক্তিত্ব তৈরির বিশ্বাস থেকেই সময়ের সাথে সাথে ক্লাবটি নিজ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে এবং শিক্ষার্থীদের কণ্ঠে ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও বিশ্বদৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটানোর দৃঢ় বিশ্বাস থেকেই ২০২৫ খ্রিষ্টাব্দে ক্লাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নটর ডেম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড হারমোনি ক্লাব— যার মূল লক্ষ্য পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের কণ্ঠে শান্তি ও সম্প্রীতি প্রতিধ্বনিত করা। কেবল বিনোদনমূলক বা আনুষ্ঠানিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়; বরং এটি একটি আলোকবর্তিকা, যা তরুণ প্রজন্মকে শান্তি, সহযোগিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথে পরিচালিত করে। নটর ডেম ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেশন ক্লাবের মূল উদ্দেশ্যসমূহকে ভিত্তি ধরে ক্লাবের কার্যপরিধির বিস্তৃতির লক্ষ্যে নটর ডেম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড হারমোনি ক্লাব নতুন উদ্দমে শিক্ষার্থীদেরকে বলিষ্ঠ নেতৃত্বের শিক্ষা দেয়ার পাশাপাশি নতুন বৈষম্যহীন বিশ্ব তৈরিতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহানুভূতি, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলার মাধ্যমে একজন বৈশ্বিক মানুষ হিসেবে গড়ে (পূর্ববর্তী ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এ্যান্ড রিলেশন ক্লাব) সূচনাকাল : ২০ ফেব্রুয়ারি ১৯৯৩ খ্রিষ্টাব্দ নটর ডেম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড হারমনি ক্লাব নবীন-বরণ ২০২৫ ৫৯ তুলতে দৃঢ় প্রতিজ্ঞ । ক্লাবের প্রতিটি পদক্ষেপ শিক্ষার্থীদেরকে শুধু দেশ নয়, সমগ্র মানবজাতির কল্যাণে আত্মনিয়োগের জন্য অনুপ্রাণিত করবে ।

লক্ষ্য ও উদ্দেশ্য :

  • কলেজের ছাত্রদের নিয়ে ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তোলা, সবার মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক স্থাপনে অনুপ্রাণিত করা।
  • আন্তঃক্লাব ও আন্তঃকলেজ কার্যক্রমের মধ্য দিয়ে পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্কোন্নয়ন করা। 
  • বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও দূতাবাসের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ, সংস্কৃতি সম্পর্কে অবহিত করা ও যোগাযোগ রক্ষা করা। 
  • আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সেমিনার, আলোচনা সভা, প্রদর্শনীর আয়োজন করা। 
  • বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলার যোগ্য করে তোলা। 
  • আত্মবিশ্বাসী ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী হতে উদ্বুদ্ধ করা।


Events

Club News Not Available