২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি (সংশোধিত)       ২০২৪-২০২৫ সেশনে একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত বার্তা       বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য ফরম       1st Year (Promotion) Quiz Routine       এইচএসসি ও ডিগ্রি ক্লাস বন্ধসংক্রান্ত       Sent Up-II Result (4th Time) - Science and Humanities       ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ (পূরণকৃত ফরমে স্বাক্ষরসংক্রান্ত)       ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ (Biology Lab. Sheet স্বাক্ষরসংক্রান্ত)       Revised Sent Up-II Result (3rd Time) - Science, Humanities & Business Studies       Sent Up-II Result (2nd Time) - Science, Humanities & Business Studies       HSC Board Examination and Tuition Fee for all HSC Candidates - 2024       এইচএসসি ১ম বর্ষের ছাত্রদের বেতনসংক্রান্ত নোটিশ       Sent Up II Result-2024 (Sc. Bst. & Hum.), Instruction and Retake Exam Routine       সেন্ট আপ-২ রেজাল্ট সম্পর্কিত নির্দেশনা, ২০২৪ (Revised)       Special English Course for the SSC Examinees 2024 (Revised Notice)       রকেট ও নেক্সাস পে -এর মাধ্যমে টিউশন ফি প্রদানের পদ্ধতি      
Nature Study Club
Mr. Biplob Kumer Deb

১৯৮৪ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট প্রতিষ্ঠিত হয় নটর ডেম ন্যাচর স্টাডি ক্লাব। এর প্রতিষ্ঠাতা-পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মি. মিজানুর রহমান ভূঁইয়া। বর্তমানে পরিচালকের দায়িত্ব পালন করছেন কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষক মি. বিপ্লব কুমার দেব। এ ক্লাব প্রতিষ্ঠার ব্যাপারে যাঁর অবদান সর্বাধিক তিনি হচ্ছে কলেজের তৎকালীন অধ্যক্ষ ফাাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি এবং কলেজের প্রাক্তন অধ্যক্ষদ্বয় ফাদার রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি, পিএইচডি ও ফাদার যে. এস. পিশোতো, সিএসসি। প্রতি বছর নতুন কার্যকরী পরিষদ গঠনের মাধ্যমে ক্লাবের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত এবং বছরান্তে পূর্ণ কার্যবিবরনী প্রকাশিত হয়ে থাকে।

Events

Club News Not Available